মোঃ মাসউদুর রহমান নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে বিজয় লাভ করে। আন্দোলনের সময় আইন শৃঙ্খলাসহ ক্ষয়ক্ষতি ফিরিয়ে আনতে সমন্বয়কদের নেতৃত্বে দেয়াল লেখন এবং ট্রাফিকের দায়ীত্ব পালনসহ বিভিন্ন কাজ করে সুন্দর পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় সমন্বয়করা উপজেলা ও থানার দেয়ালসহ নাগরপুর বাজারে বিভিন্ন স্থাপনায় হাতের তুলিতে বিভিন্ন ধরনের দেয়াল লেখনের কাজ করে যাচ্ছে।
এসময় ছাত্রদের সমন্য়ক মাহির ফয়সাল, রুনা আক্তার ও ইদ্রিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, হিমেল, মনির, মিঠু, ওহাব, মেরিনা মালিহা, সিমান্ত, শামিম, সুজন, সর্দার আশরাফ, জিহাদ, মীম, মিষ্টি ও নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।