ভোলা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত এমপি জাহাঙ্গীর কবির নানক। নতুন মন্ত্রিসভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
এদিকে নতুন মন্ত্রী সভায় পাট ও বস্ত্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নানক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভোলার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী।