নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় র্যাব অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সিপিসি নাটোর-২ র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাবের ডিএডি মজিবর রহমান অভিযান চালিয়ে উপজেলার ছাতুনতলী বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক জেলার ধামুইহাট উপজেলার খেলনা ইউনিয়নের দেবিপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র আইনুর ইসলামের (২৫)। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে একটি ৭.৬২ বিদেশী পিস্তল, দেশীয় তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, আটক আইনুরকে মহাদেবপুর থানায় সোপর্দ করে র্যাবের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।#