নওগাঁ জেলা প্রতিনিধি- মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে সকল মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজার আয়োজন করা হয়। বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ এর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দির প্রাঙ্গণে এ মাতৃপুজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিেেসবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। প্রধান বক্তা ছিলেন রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। দিনব্যাপী এ অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মাতৃপূজা, রুদ্রানী নৃত্য, দূর্গা দুর্গতি নাশিনী, মা দূর্গার নৃত্য (ধর্মীয় নৃত্য পরিবেশনা), মায়ের রুপে বাংলার রুপ, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন। এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৩ শতাধিক পুত্র ও কন্যা সন্তান তাদের জীবন্ত মায়ের চরনে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করেন।