নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মাদায় বই বিতরণ অনুষ্ঠান বন্ধ ও প্রধান শিক্ষকক লাঞ্চিত করার প্রতিবাদ গতকাল সামবার দুপুর মানববন্ধন ও বিক্ষাভ সমাবশ অনুষ্ঠিত হয়ছ। বিদ্যালয়র সামনর সড়ক ঘটা কালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শিক্ষক, ম্যানজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করন। বানডুবি হাজী ইসমাইল হাসন উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক বিফল চদ্র মন্ডল বলন, গত ১ জানুয়ারি বই বিতরণ অনুষ্ঠান চলাকাল বিদ্যালয়র ম্যানজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক নবনির্বাচিত ইউপি চয়ারম্যান মা. গালাম মাস্তফাসহ ১০-১৫ জন বহিরাগত আক®িকভাব বিদ্যালয় প্রবশ কর বই বিতরণ অনুষ্ঠান বন্ধ কর দয়। এ সময় তারা প্রধান শিক্ষকর কক্ষ প্রবশ কর তাক সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদর ধাক্কাধাক্কি, গালিগালাজ ও লাঞ্চিত কর। তাদর আক®িক হামলায় ছাত্রছাত্রীরা প্রাণ ভয় পালিয় যায়। এ ঘটনায় তিনি ওই দিনই মাদায় থানায় ও উপজলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযাগ দিয়ছন। মানববন্ধন বক্তব্য রাখন, বিদ্যালয়র সহকারী শিক্ষক রইচ উদ্দিন, সলিম উদ্দিন মধা, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন, ম্যানজিং কমিটির সদস্য ময়নুর সুলতান, মমতাজ উদ্দীন প্রমুখ। মানববন্ধন বক্তারা গত ১ জানুয়ারি বিদ্যালয়র ম্যানজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক ও নবনির্বাচিত ইউপি চয়ারম্যান মা. গালাম মাস্তফা সহ বিশখলা সষ্টিকারী সকলর শাস্তির দাবী জানান। পর বিদ্যালয়র ছাত্রছাত্রীদর একটি বিক্ষাভ মিছিল বিভিন সড়ক প্রদক্ষিন করে শেষ করে।