নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ – রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার পীড়ার মোড় নামক স্থানে পিকআপ ধাক্কায় আফছার আলী (৬৭) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল বিকেল ৩ টায় । নিহত আফছার আলী মহাদেবপুর উপজেলার পীড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত আফছার আলী তার নিজ বাড়ি থেকে হাট চকগৌরী বাজারে কুমড়া বিক্রি করতে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। পীড়ার মোড়ে পৌছালে এসময় পেছন থেকে আসা সবজিবাহী একটি পিকআপ সবজিতে পানি দেওয়ার জন্য রাস্তার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নেওয়ার সময় দ্রুত গতীতে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই পিকআপের নিচে চাপা পরেন আফছার আলী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পিকআপের নিচে চাপাপড়া আফছার আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পিকআপ চালক পালিয়ে গেলে স্থানীয়রা পিকআপটি ঠেলে রাস্তার পাশে রেখে দেয় এবং নিহত আফছার আলীর মৃতদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। দূর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নওহাটা ফাঁড়ির এস আই আকবর।