ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ( কম্বল) বিতরন অব্যাহত রেখেছেন ধামরাই বেসরকারি চাকরীজীবি ফোরাম। রবিবার (১৬ জানুয়ারি ) রাতে তারই ধারাবাহিকতায় ধামরাই পৌর শহরের শীতার্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরন করেন ধামরাই বেসরকারি চাকরীজীবি ফোরামের সম্মানিত উপদেষ্টা ও ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান (পিপিএম)। শীতবস্ত্র (কম্বল) বিতরনকালে উপস্থিত ছিলেন ধামরাই বেসরকারি চাকরীজীবি ফোরামের উপদেষ্টা ও ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওয়াহিদ পারভেজ,ধামরাই বেসরকারি চাকরীজীবি ফোরামের উপদেষ্টা ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী ইমাম জান (কায়সার), পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলী খান,ধামরাই বেসরকারি চাকরীজীবি ফোরামের সভাপতি সাব্বির হোসেন জনি,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,সংবাদ বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।