ঢাকা জেলা প্রতিনিধি –
মুজিববর্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯শে ডিসেম্বর) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ মাসুদ খান লাল্টু , চেয়ারম্যান, সানোড়া ইউনিয়ন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামীলীগ আরো উপস্থিত আছেন সিরাজ উদ্দিন সিরাজ, ভাইস চেয়ারম্যান, ধামরাই উপজেলা পরিষদ ও যুগ্ন সাধারন সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ। এ’সময় সুতিপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন সহ সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যগন,ও সুতিপাড়া বাসী সুধীজন উপস্থিত ছিলেন।