ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলারধামরাইয়ে মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকার উদ্দ্যোগে মুজিব জম্মশত বার্ষিকী উপলক্ষে ১০জন মুক্তিযোদ্ধার সম্মাননা ও ২জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ই জানুয়ারি -২০২২ খ্রীস্টাব্দ) বিকেলে
ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নে প্রশিকার ধামরাই সদর উন্নয়নের আয়োজিত অনুষ্ঠান প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম খান শাহীন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ ও শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা প্রমূখ।
শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে শেষ হয় এ অনুষ্ঠান।