ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে পানকাত্তা এলাকার নবযুগ ডিগ্রি কলেজের উত্তর-পূর্ব পাশে শুক্রবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ভাঙ্গারির গুদাম ঘর সহ আশেপাশের দোকান ঘর পুড়ে ভস্মীভূত।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি
হয়েছে বলে জানান ভাঙারি ব্যবসায়ি মোঃ শরিফুল ইসলাম।
তিনি বলেন – শুক্রবার রাত সাড়ে নযটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভাঙ্গারির গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আশেপাশের প্লাস্টিক ও ভাঙা ব্যাটারির অকটেন,পেট্রোলের আগুন ধরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।
এ’বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান- অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ’সময় ভাঙ্গারির গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।