ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌর শহরের দক্ষিণ পাড়া জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে নভেম্বর -২০২১) দুপুরে ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণপাড়া জামে মসজিদে
ঢাকা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ধামরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, হাবিবুর রহমান হাবিব এর সার্বিক ব্যবস্হাপনায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপি’র জনপ্রিয় নেতা আশিকুজ্জামান স্বপন, বিএনপি নেতা মারুফ শিকদার ও বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমন সহ বিএনপি’র অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ অনেকে।