ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী । মঙ্গলবার (২৩শে নভেম্বর -২০২১) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম খালপাড় বাসস্ট্যান্ডে এ’মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালন কালে মানববন্ধনকারীরা দুনিগ্রাম এলাকার ইসরাফিল সহ তিনজনকে হত্যার চেষ্টাকারী বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও তার বাহিনীর শাস্তির জোর দাবি জানানো হয়। উল্লেখ্য- নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এর পক্ষে না থাকার কারণে সোমবার (২২শে নভেম্বর -২১) বিকেলে পশ্চিম সূত্রাপুর চৌরাস্তা বাজার বাসস্ট্যান্ডে বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান এর নেতৃত্বে তিন যুবককে লোহার শিকলে বেঁধে মারধর হত্যাচেষ্টা করো তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা, এ অভিযোগ পাওয়া গেছে। এ’ঘটনায় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান সহ তার বাহিনীর ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ