ঢাকা জেলা প্রতিনিধি –
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ শে সেপ্টেম্বর) সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে জাতীয় কন্যা দিবস-২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশ গ্রহণ করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেন প্রমূখ। জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভার মূল প্রতিপাদ্য হলো “আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”।। এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা অধিদপ্তরের সদস্যগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীগন, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।