ঢাকা জেলা প্রতিনিধি –
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদন বিহীন ইট ভাটা বন্ধে ঢাকা জেলার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে মোল্লা ব্রিকস এবং ভাই ভাই ব্রিকস নামে দুটি ভাটা ভেঙে দেয়া হয়েছে এবং ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৭ই ফেব্রুয়ারি) ধামরাইয়ে অনুমোদন বিহীন ইট ভাটায় অভিযানে দুটি ইট ভাটার মালিকদের চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে দুটি ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে।
এ’অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। সহযোগিতায় ছিল ধামরাই থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিস অফিস।