ঢাকা প্রতিনিধি -
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ১১ই নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষকিত আসনের মহিলা মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই নভেম্বর -২০২১) ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন এর আহ্বানে সারা দিয়ে সোমভাগ ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বার ও ৩ জন মহিলা মেম্বার বৈঠকে অংশগ্রহণ করেন। এতে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সোমভাগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন। উল্লেখ্য- ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের ১১ই নভেম্বর এর সুষ্ঠু, সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এবারের নির্বাচনে নবনির্বাচিত ৯ জন মেম্বারের ৮ জনই নতুন। সোমভাগ ইউনিয়নে মাদক সিন্ডিকেট, সন্ত্রাসীদের বর্জনে আপনাদের বন্ধন মজবুত হোক। একইসাথে সোমভাগ ইউনিয়নের ২২ টি গ্রামের সকল সমস্যা সমাধান করে সোমভাগ ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়র গড়তে, আপনাদের সম্মিলিত প্রয়াস প্রত্যাশা করছি। সোমভাগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিরা এ'মতবিনিময় সভায় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি দেন সোমভাগ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়তে সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে নিরলস ভাবে কাজ করে আমাদের সকলের প্রত্যাশিত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়তে নিজেদের মেধা-মনন শ্রম দিয়ে তা বাস্তবায়ন করব।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com