ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের কায়েতপাড়াস্হ ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই জানুয়ারি -২০২২ খ্রীস্টাব্দ) সন্ধ্যা ছয় ঘটিকার সময় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে মন্দিরের দৈনন্দিন সার্বিক বিষয় ও পুরোহিত সহ মন্দিরের কাজে কর্মরত স্টাফদের বেতন বৃদ্ধি বিষয়ে বিষদ্ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় বিশিষ্ট ব্যাংকার জগদীশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা কল্যান ব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক ও সহকারীবৃন্দ প্রাণ গোপাল পাল, সমীর বরন সরকার, কল্লোল সেন,কোষাধ্যক্ষ রতন পাল, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) সহ কমিটির সদস্যবৃন্দ স্বপন কুমার পাল (মাষ্টার),স্বপন পাল (কালা),দুলাল পাল ও অন্যান্যরা।
সভায় বিষদ্ বিস্তারিত আলোচনান্তে প্রতিদিন সকাল দশটার সময় সেবা- পূজা,দুপুর দেড়টার ভিতর সেবা পূজা সম্পন্ন করে সর্বোচ্চ দুইটার ভিতর ভোগ সম্পন্ন,রাত অটটার ভিতর আরতি করা সহ মন্দিরের জন্য একজন নাইট গার্ড ও একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় সেই সাথে পুরোহিত সহ অন্যান্য স্টাফদের বেতন বৃদ্ধি বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য- মন্দির কমিটি কর্তৃক পুরোহিতের জন্য প্রতিদিন একশত টাকার প্রসাদের ডকি প্রদান করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।মন্দির কমিটি ও ভক্ত কর্তৃক পাওয়া প্রসাদ কোন ক্রমেই মন্দিরে বিক্রি করা যাবে না।