রনজিত কুমার পাল
সিনিয়র রিপোর্টার-
ঢাকার ধামরাইয়ে চলমান সংকটকালীন কালে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান ও সাহস যোগাতে পাশে দাড়িয়েছে ধামরাই থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে
ধামরাইয়ে ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সভায় মতবিনিময় করে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ’সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার ভয় পাওয়ার কারন নেই বলে আশ্বস্ত করেন।কেউ যদি আপনাদের কোন প্রকার হুমকি বা হামলা করার ভয় দেখায় সাথে সাথে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে থেকে তার মোকাবেলা করিব।ধামরাইয়ে কোন সন্ত্রাসী ও চাঁদা বাজের কোন স্হান হবে না।
আপনারা যার যার ব্যবসা বানিজ্য, চাকুরী যার যার পেশা
নিরাপদে নির্বিঘ্নে করিবেন।তিনি বলেন সমগ্র উপজেলায় বিভিন্ন স্হানে ঘুরে এলাম হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেছি খোঁজ খবর নিচ্ছি তাদের আশ্বস্ত করেছি বলেছি কেউ ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আমরা আপনাদের পাশে আছি।কোন সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবেন।
এ’ছাড়াও তিনি ধামরাই মহাশ্মশানে নিজ অর্থায়নে একটি উন্নয়ন প্রকল্প করে দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন কে তার ইচ্ছা প্রকাশ করেন।
এ’সময় বক্তব্য হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় ডা:অজিত কুমার বসাক,শ্রী অসিত গোস্বামী, যুুগ্ন সাধারণ সম্পাদক শ্রী অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বনিক, বিএনপির নেতৃবৃন্দ ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন,বিএনপির থানা কমিটির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন ধামরাই মাধববাড়ির ঘাটে কে বা কাহারা জায়গা দখল করার জন্য খুটি গেরেছে তা জানতে পেয়ে সাথে সাথে মাধববাড়ির ঘাটে গিয়ে পরিদর্শন করেন। তিনি পরিদর্শন করতে আসছেন এখবর পেয়ে খুটি গুলো তিনি পরিদর্শন করার আগেই উঠিয়ে নিয়ে যায়।
মাধববাড়ি ঘাট পরিদর্শনেয় তিনি কে খুটি গেরেছিল তার খোজ বের করার জন্য অনেকের সাথে কথা বলেন এবং দলীয় লোকজনকে সবসময় খোজ খবর রাখার দায়িত্ব দেন।