নিজস্ব প্রতিবেদক।।
দেশমাতৃকার ও বিশ্বশান্তি কল্পে ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব মন্দিরে শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির আয়োজনে ৮১তম বাৎসরিক নামযজ্ঞ উৎসব শুরু হচ্ছে।
৮১তম নামযজ্ঞ উৎসব উপলক্ষে ১লা বৈশাখ থেকে শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয় ধারাবাহিকতা ১১দিন চলাররপর ১২ই বৈশাখ রোজ শনিবার শ্রীমদ্ভাগবত পাঠান্তে ৮১তম নামযজ্ঞের শুভ অধিবাস অন্তে ১৩ বৈশাখ (পঞ্জিকা মতে) /২৭ এপ্রিল ভোর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
হরিনাম সংকীর্তন চলবে ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল রোজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে ৩০শে এপ্রিল রোজ বুধবার।
১লা মে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা।
২রা মে -২০২৪ রোজ শুক্রবার কুঞ্জভঙ্গ,জলকেলি ও মহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নামসুধা পরিবেশনায়- যশোমাধব সম্প্রদায় (ধামরাই), কানু গোপাল সম্প্রদায় (পটুয়াখালী), ব্রজের মাধুরী সম্প্রদায় (পিরোজপুর), গৌরবাণী সম্প্রদায় (ঝিনাইদহ), রাধা বিনোদ সম্প্রদায় (কুষ্টিয়া), শ্রী চৈতন্য সম্প্রদায় (টাঙ্গাইল), জয় শ্যাম রাই সম্প্রদায় (মানিকগঞ্জ)।
অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন- শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর), শ্রী দুলাল চক্রবর্তী( টাঙ্গাইল), শ্রীমতি পুষ্প রাণী দাস (বগুড়া)।
নামযজ্ঞ উৎসব কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল ও সাধারণ সম্পাদক শ্রী কল্লোল সেন অনুষ্ঠান সূচি অনুযায়ী এ সনাতনী মহাযজ্ঞের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করে সকল ভক্তবৃন্দদের এবং সুধীজনদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
নামযজ্ঞ উৎসব কমিটির সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল জানান এবারের নামযজ্ঞ উৎসবে স্বরনকালের সেরা দলগুলো নামসুধা পরিবেশন করবেন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের প্রাণের দাবি ছিল দেশের প্রখ্যাত দল আনার।তাদের প্রাণের দাবি প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলগুলো নির্বাচন করা হয়েছে আমি আশাবাদী এবারের নামযজ্ঞ
উৎসবে আগত ভক্তবৃন্দ নামসুধা শুনে পরিপূর্ণ তৃপ্ত হবেন সেইসাথে অষ্টকালীন লীলাকীর্তনের দলগুলো দেশের প্রখ্যাত লীলাকীর্তনীয়াদের নির্বাচন করা হয়েছে। ভক্তমনোরঞ্জনের দল শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরের ৮১তম নামযজ্ঞ উৎসব কমিটি সর্বাত্মক ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।