মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলীতে দোলনায় খেলতে গিয়ে গলায় রশি পেচিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোঃ ঈছা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (সোমবার) দুপুরে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে। স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার কচুপাত্রা গ্রামের আল আমিন হাওলাদারের জমজ দুই শিশুপুত্র ঈছা ও মুছা ঘরের পিছনে দোলনায় খেলছিল। এমন মুহুর্তে ঈছার গলায় দোলনার রশি পেঁচিয়ে শিশুটি গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্বার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মার্জিয়া আক্তার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। নিহত শিশুটির স্বজনরা জানায়, জমজ দুই ভাই ঘরের পিছনে দোলনায় খেলতেছিল। ওই দোলনার রশি গলায় পেঁচিয়ে ঈছা মারা গেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া আক্তার মুঠোফোনে বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে। তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।