দশমিনা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থসহ ঢেউ টিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭টি ইউনিয়নের ১৬০ টি পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা ও এক বান করে ঢেউ টিন দেয়া হয়েছে। ইউএনও নাফিসা নাজ নীরা উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঢেউ টিন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন,পিআইও মিন্টু চন্দ্র মজুমদার ও সহকারী শিক্ষা অফিসার খালিদ হোসেন প্রমুখ।#