নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ছাত্র জনতার একটি টীম আরিফুজ্জামানের নেতৃত্বে কুমিল্লায় বনবাসীদের মাঝে ত্রাণ বিতরণ শেষে নিজ এলাকা নান্দাইল ফেরার পথে সুরাটি বাজার নামক স্থানে ডিস ব্যবসায়ীর হামলায় স্বীকার হয়েছে বলে জানা গেছে। গত বুধবার (২৮ আগষ্ট) রাত ৯.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। হামলাকারী ডিস ব্যাবসায়ীর নাম ফারুক মিয়া, তিনি সুরাটি এলাকার সিদ্দিক মেম্বার ছেলে।
ছাত্রজনতা টীম লিডার আরিফুজ্জামান আরিফ জানান, গত বুধবার রাতে কুমিল্লা হতে ছাত্র জনতার ত্রাণ বিতরণ শেষে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ডিস ব্যবসায়ী ফারুক এর দোকানের সামনে ফারুকের ব্যবসায়ী টমটম থাকায় রাস্তায় দিয়ে ছাত্র জনতার গাড়ি যেতে পারছিলেনা। উপায়ান্তর না পেয়ে ছাত্র জনতা অনেক্ষণ দাড়িয়ে থাকার এক পর্যায়ে ফারুককে টমটম সরিয়ে রাস্তা দেয়ার কথা বললে ফারুক রাগান্বিত হয়ে হুমকিস্বরূপ বলে বলে “তোদের বাপের জায়গায় টমটম রাখছি নাকি”। এমন কথা কাটাকাটির এক পর্যায়ে ডিস ব্যবসায়ী ফারুক ও তার কিছু সঙ্গী আমাদের উপর বাশঁ দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ত্রান বিতরণ কর্মী বকশি বাড়ির কবির মেম্বারের ছেলে রানা গুরতর আহত হয়। রানা বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিসাধীন আছেন। এ ঘটনায় আরও কয়জন আহত হয়েছেন।
এ বিষয়ে সুশীল সমাজের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে ডিস ব্যবসায়ী ফারুন ও তার সহযোগীর আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।