মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনার তালতলী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জহিরুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাকে কারন দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা অবস্থায় বারবার সংগঠন বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছেন। মৌখিকভাবে তাকে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিলেও তিনি তা কর্নপাত না করে নিজ সিদ্ধান্ত অনুযায়ী তালতলী উপজেলায় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এ অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ছাত্রদলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন কর্মকান্ডের জন্য তাকে কেন ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে। অব্যাহতি প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি মুঠোফোনে বলেন, তালতলী উপজেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সংগঠনবিরোধী কর্মকান্ডে জাড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাকে কারন দর্শানোর নোটিশও দিয়েছি। এ বিষয়ে জানতে অব্যহতি প্রাপ্ত সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, জেলা ছাত্রদল আমাদের অভিভাবক, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে শুনেই নিয়েছে। তিন দিনের কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। আমি চেষ্টা করবো সন্তোষজনক উত্তর দিতে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছিলাম, আছি, থাকবো। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো।