মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬.৩০মিঃ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,শপথ পাঠ,বেলা ১০টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। তালতলী উপজেলা আওয়ামী-যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম পাটোয়ারীর সভাপতিত্বে ও যুবনেতা রাসেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামরুল আহসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান টুকু, বক্তব্য রাখেন, বশির আহমেদ,মোঃ আলী হেসেন,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম,খলিলুর রহমান,জহিরুল ইসলাম, আব্দুস সালাম,জেইচ সুমন,সিদ্দিকুর রহমান,প্রমুখ এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকজন নেই বললেই চলে। সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য লোক নিয়ে কাউন্সিলে যোগদান করেন,অথচ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা নিস্ক্রিয় কেন? যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু বলেন,একজন যুবলীগের কর্মী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে থেকল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামরুল আহসান বলেন, দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থেকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করে এ এলাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা মার্কার আওয়ামী সরকারকে আরো শক্তিশালী করার আহবান জানান। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী বলেন,করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। তিনি আরো বলেন দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামীলীগ সভাপতি, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। আগামীতেও যুবলীগ এ ধারা অব্যাহত রাখবে। এর আগে শপথ পাঠ করান যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু, আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদ ও নিহত শহীদ নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে যুবলীগের গৌরবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com