মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলীতে রুমা নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ নিয়ে ওই শিক্ষার্থী নিজের হাতে একটি চিরকুট লিখে রেখে গেছেন। তদন্তের স্বার্থে পুলিশ চিরকুটের লেখাটি প্রকাশ করেনি। মৃত্যু রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলার শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কলেজ শিক্ষক আবদুল রহমানের কাছে প্রাইভেট পড়ে সকাল ১০ টার দিকে রুমা বাড়িতে যায়। এরপরে বাবা আলাউদ্দিন মোল্লার সাথে সকালের খাওয়া শেষ করেন। পরে বাবা ও মা মাঠে ধান শুকাতে যায়। এর কিছুক্ষন পরে বাবা ও মা বাড়িতে ফিরে আসেন। বাসার দরজা ভিতর থেকে আটকানো দেখে মেয়েকে ডাকাডাকি করেন। কিন্তু কোথাও মেয়ের সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন উপরে (মাচা) মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে তারা ঘটনাস্থলে গিয়ে রুমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তালতলী থানায় নিয়ে আসেন। এসময় পুলিশ রুমার মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করে। তদন্তের স্বার্থে পুলিশ চিরকুটের লেখাটি প্রকাশ করেনি। আলাউদ্দিন মোল্লা বলেন, আমার মেয়ে সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টার ভিতরে যে কোনো সময় প্রথমে বিষ পান করেন পরে গলায় ওড়না পেছিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না। তবে শুনেছি একটি চিরকুট লিখে গেছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে