গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \
তারুণ্যের উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র সাংবাদিক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি ওয়াহিদুর রহমান, মোরশেদ হাসান, ফখরুল আবেদীন তানবীর প্রমূখ।