গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ নিগার সাগরের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ৩-৪ হাজার মানুষ নাহিদ নিগারের স্বামী ড. তরিকুল ইসলাম তারেককে সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
উপস্থিত জনতার উদ্দেশ্য ড. তরিকুল ইসলাম তারেক বলেন, নিগার আপনাদের মেয়ে। যত মিথ্যে কথাই বলুক না কেন, আপনাদের ভালোবাসা থেকে নিগারকে কেউ বঞ্চিত করতে পারবে না। নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে তিনি আরো বলেন, যত চেষ্টাই করুন না কেন, কোনো লাভ হবে না। ভোটারের রায়ই চুড়ান্ত রায়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গনেশ শীলসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।