নীলফামারী জেলা প্রতিনিধি-
নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে মধ্যে আজ অনুষ্ঠিত হলো পঞম ধাপে ইউপি নির্বাচন।
নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বিজয়ী হয়েছেন বেশি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। বাকি ৩টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনজন চেয়ারম্যান প্রার্থী।
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন যারা- ১/ সোনারায় ইউনিয়নের- গোলাম ফিরোজ চৌধুরী- নৌকা, ২/ হরিনচড়া ইউনিয়নে-রাসেল রানা- নৌকা, ৩/ ডোমার সদর ইউপি‘তে-মাসুম আহমেদ- নৌকা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন যারা- ৪/ বোড়াগাড়ী ইউ’পিতে- আমিনুল ইসলাম রিমুন চৌধুরী (আনারস), ৫/ জোড়াবাড়ী ইউ’পিতে- সাখোয়াত হোসেন বাবু-অটোরিক্সা, ৬/ বামুনিয়া ইউ’পিতে- মমিনুর, ৭/ পাংগা মটকপুর ইউ’পিতে-আব্দুল হাকিম ভুট্টু -চশমা, ৮/ ভোগডাবুড়ী ইউ’পিতে রেয়াজুল ইসলাম কালু–আনারস, ৯/ কেতকীবাড়ী ইউপি’তে রাকিব ইসলাম-টেবিল ফ্যান, ও ১০/ গোমনাতি ইউ’পিতে-আহম্মেদ ফয়সাল শুভ-মটরসাইকেল।
সকাল ৮ টা থেকে ১০টি ইউনিয়নের কেন্দে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। নির্বাচনের মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।