নীলফামারী জেলা প্রতিনিধি-
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
৮ জানুয়ারী রাত পৌনে বারটায় ডিমলা বাবুরহাট বিজয় চত্তরের নিজ দোকান হতে বাড়ি যাওয়ার পথে সিংপাড়া ভাঙ্গাপুলে উপরে দুবৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত বুলেট রহমান (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দর খাতা গ্রামের ৯নং ওয়ার্ডের মোজাফ্ফ র রহমান বড় ছেলে ও ডিমলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবুর বড় ভাই বুলেট রহমানকে পথচারীরা রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষনিক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। আহত ব্যক্তির অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত ব্যক্তি ৯ জানুয়ারী দুপুর ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, বুলেট ডিমলা বাবুরহাট বিজয় চত্তরের মুদির দোকান ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী । দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় গভীর রাতে বাড়ী যাওয়ার পথে দুবৃর্ত্তরা বুলেটকে গুরুতর জখম করে বিকাশ ব্যবসার টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
ঘটনার সংবাদ পেয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে ডিমলা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত ওই ঘটনায় জরিত কাউকে গ্রেফতার করা যাইনি।