ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারী জেলা ডিমলা উপজেলা অন্তর্গত পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি বাজার পশ্চিম পাশে ১৯৯৩ সালে স্থাপিত পূর্ব ছাতনাই আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নূর হোসেন ও অভিভাবক সদস্য জামাল উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, জামাল সরকার শিক্ষক শিক্ষিকা ছাত্রীসহ এলাকাবাসী সংবাদ কর্মীকে প্রধান শিক্ষকের অনিয়মের কথা বলেন। আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে স্কুলের গ্রুপিং সৃষ্টি করে তার দুঃশাসন কায়েম করে। অবৈধভাবে কয়েকটি পদের শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন এবং সহকারি শিক্ষিকা মোরশেদা বেগম,নুর মহল আক্তার জাহান সহকারী শিক্ষকা লাইব্রেরিয়ান জাহিদুল ইসলাম কম্পিউটার শিক্ষক এই তিনজন শিক্ষকের কাছে এমপিও ভুক্ত করার নাম বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। তিনজন শিক্ষক ম্যানেজিং কমিটিতে লিখিত ভাবে অভিযোগ দিয়েছেন। আরো জানা যায় সহকারী শিক্ষক মৌলভী লোকমান হোসেন কে বিল বন্ধ করে দেওয়ার বিভিন্ন হুমকি ভয় ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ওই প্রধান শিক্ষকের বিষয়ে অত্র স্কুলের ছাত্রীদের সাথে কথা বললে তারা বলেন প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না কোনদিনও আমাদের একটি ক্লাসও নেন নি শুধু পরীক্ষা শুরু হলেই অতিরিক্ত পরীক্ষার ফি নেন যখন এসএসসি ফরম ফিলাপ শুরু হয় তখন অতিরিক্ত ফি নেন। এবং প্রথম সামরিক দ্বিতীয় সামরিক বার্ষিক পরীক্ষায় যে পরীক্ষায় খাতাগুলো দেওয়া হয় একদম নিম্নমানের খাতা। অত্র প্রতিষ্ঠানের কমিটির সদস্যরা বলেন সাবেক এমপির কাছ থেকে চারতলা বিল্ডিং ভবন বামুনঢাড়ি ওয়াল দেওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নিয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোন বরাদ্দ পাওয়া যায়নি। স্কুলের মেহগনি গাছ নিজ ইচ্ছামত কেটে বিক্রি করে দেন এইসব নানান অনিয়ম দুর্নীতির দলীয় প্রভাব দেখার অভিযোগের জন্য ম্যানেজিং কমিটি সিদ্ধান্তে গত ৭ জুলাই ২০২৪ নোটিশ প্রদান করা হয়। দ্বিতীয় নোটিশ ২৯ শে জুলাই ২০২৪ পাঠানো হয়। ৮আগস্ট জবাব দাখিল করেন।জবাব সন্তোষজনক না হওয়ায়,তৃতীয় নোটিশ ১৪ ই আগস্ট পাঠানো হয় কিন্তু নোটিশ গ্রহণ করেন নাই। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ই আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। ওই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক পদ থেকে সরে না যাওয়ায় ২১শে আগস্ট সকালে কমিটির সদস্যবৃন্দ এলাকাবাসী অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ছাত্রীরা জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক অপসারণ করার দাবিতে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন। পরবর্তীতে প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।