ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
রবিবার (১৬ই জুন) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণের কার্যক্রম শুরু করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যামাসেমিয়াম আক্রান্ত ১৪ জন রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে৷
বিতরণ কার্যক্রমের পূর্বে দুরারোগ্য ব্যাধি রোগীদের সাথে ঈদ পূর্ববর্তী কুশল বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি’র সঞ্চালনায়, সংক্ষিপ্ত এক আলোচনা করেন নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোশেদ মনি,স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি সাইয়েন কাদির (কানন) প্রমুখ। আলোচনা শেষে রোগীদের চিকিৎসা সহায়তার চেক হাতে তুলে দেন।