নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশীটভুক্ত ২ আসামীকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। বুধবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ্ আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
জেলহাজতে প্রেরণকৃত আসামীরা হলেন- বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডস্থ পুরাতন পাসপোর্ট অফিস লেনের এম,এ জলিল সড়কের বাসিন্দা এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডস্থ পুরাতন পাসপোর্ট অফিস লেন, মেজর এম, এ জলিল সড়কের বাসিন্দা মোঃ খোর্শেদুল আলম সুজন দীর্ঘদিন বিদেশে থাকার সুবাধে তার পরিবারকে এলাকা থেকে উৎখাত করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জ্বালা যন্ত্রণা করে আসছিলেন তারই প্রতিবেশী একই এলাকার বাসিন্দা এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে।
আসামীদ্বয় খোর্শেদুল আলম সুজন ও তার স্ত্রী ফজিলাতুন নেসা হাসি’র মানসন্মান ক্ষুন্ন করতে এলাকাবাসীর নিকট মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা বলতো। এরই ধারাবাহিকতায় গত ৪ জুন ২০২০ইং তারিখে আসামী এ.এবি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়ে তাদের নিজ নামীয় ব্যবহৃত ফেইসবুক আইডি থেকে সুজন ও তার স্ত্রী হাসির ছবি ব্যবহার করে ছবির উপরে সন্ত্রাসী, খুনি, অনৈতিক কর্মকান্ডে লিপ্ত এবং আরো কুরুচীপূর্ন মন্তব্য পোষ্ট করে।
বাদী ফজিলাতুন নেসা হাসি তাদের এই কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে তারা আরো ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের পরিবারের সকলকে প্রাননাশের হুমকী দেয়।
এক পর্যায় খোর্শদুল আলম সুজন ও তার স্ত্রী ফজিলাতুন নেসা হাসি গত ১৩ ডিসেম্বর ২০২০ইং তারিখে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার ও বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মুখে মৌখিকভাবে অভিযোগগুলো পেশ করেন।
পরবর্তীতে গত ১০ জানুয়ারী ২০২১ইং তারিখে ফজিলাতুন নেসা হাসি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ.বি.এম সালাউদ্দিন আহম্মেদ ও তার মেয়েকে অভিযুক্ত করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘদিন তদন্ত শেষে ও ঢাকা থেকে সিআইডি’র প্রেরিত ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শাহজালাল মল্লিক আসামী এ.বি.এম সালাউদ্দীন আহম্মেদ ও তার মেয়েকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২)/২৬(২)/২৯(২) ধারায় অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন।
এ মামলায় গতকাল আসামীদ্বয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।