ডাসার(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পা বেধে ধর্ষণের চেষ্টা ও স্বর্ণলংকার নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেল্লাল ঢালী(৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের মোতালেব ঢালীর ছেলে।
শুক্রবার(৩ মে) রাতে উপজেলার পশ্চিম বনগ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আমি নিজ স্বামীর ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পরি।অনুমানিক রাত ১২ দিকে সোয়ার ঘরে পাশের বাড়ীর বেল্লাল ঢালী(৩৮) প্রবেশ করে আমার পা বেধে ফেলে বুকে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে।এসময় আমার পাশে রাখা মোবাইল ফোনের উপর বেল্লালের হাত পরলে মোবাইলের স্কিনের আলোতে বেল্লালকে দেখতে পাই।এসময় আমি চিৎকার করলে আমার গলার স্বর্ণের চেইন ও আমার ঘর থেকে নগদ দু’লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।আমার চিৎকার শুনে এলাকার লোকজন ও গ্রাম পুলিশ মিলে বেল্লাল ঢালীকে ধাওয়া করে।এসময় বেল্লাল পালিয়ে যায়।আমি এর সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগীর শাশুড়ী জানান, আমার ছেলে সৌদি থাকে।সেই সুযোগে আমার পুতের বউয়ের সোয়ার ঘরে ঢুকে পাশের বাড়ীর বেল্লাল ঢালী তাকে তার পা বেধে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় আমার পুতের বউ চিৎকার করলে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে গ্রাম পুলিশ মিরাজ ঢালী বলেন,আমি রাতে চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে বেল্লালের কথা শুনে রাতেই ভুক্তভোগী ও এলাকার লোকজন নিয়ে ওই বাড়ীতে যাই।তখন বেল্লালকে জিজ্ঞেস করলে বলে ভুক্তভোগীর স্বামী আমার স্ত্রীর সাথে বউয়ের মেলামেশা করছে তাই আমি ওই ঘরে প্রতিশোধ নিতে গিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত বেল্লাল ঢালী বলেন, আমি রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যাইনি।আমার বউ বিদেশ থাকে ওর স্বামী সৌদি থাকে। আমার বউ দু’বছর ধরে সৌদি থাকে। তাকে কাজ দেওয়ার কথা বলে ওর স্বামী আমার বউয়ের সাথে সম্পর্ক করে বিভিন্ন অন্তরঙ্গ ছবি তুলে এলাকায় ছড়িয়ে দিয়েছে।
এবিষয়ে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন,অভিযোগ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ আসেনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।