মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বৃহস্পতিবার দিনাজপুরে ঠাকুরগাঁও সুগারমিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের জরুরী সভা অনুষ্ঠিত হবে।
রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরে এ সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৫ অক্টোবর তারিখে রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ পরিচালক মো: আবুল বাসারের এক সাক্ষরিত চিঠিতে ঠাকুরগাঁও সুগারমিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালকের একজন প্রতিনিধি, মেয়াদ উর্ত্তীর্ণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সাধারন সদস্য মো: আব্দুল কুদ্দুসকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বলা হয় ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সুগারমিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ১৭/০৪/২০২১ ইং তারিখে উর্ত্তীর্ণ হয়। গত ২৬/০৯/২১ তারিখে গোপন ব্যালটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য চিঠি দেওয়া হলেও তা অনুষ্ঠিত হয়নি। শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে জরুরী ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ জরুরী সভার আয়োজন করা হয় ।