মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুারগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন প্রমুখ।
সভায় জেলার আইন শৃংখলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।