মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
চলমান শৈত্য প্রবাহে ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে গতকাল সোমবার সকালে সদর উপজেলার আইডিয়াল স্কুল মাঠে শিশুদের এসব কম্বল বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওয়াবর্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক দলিলুর রহমান।
ওয়ার্ল্ড ভিশন আযোজিত হত-দরিদ্র শিশুদের মাঝে এ কম্বল বিতরণ কর্মসূচীতে ৪শ শিশুর মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয় ।