মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ভোটারদের মোবাইলে হুমকি,নির্বাচনী প্রচারে বাধা, বহিরাগত মানুষের আনাগোনা,ভোট কেন্দ্র দখলের হুমকি,মামলা, গুম এবং হ্যত্যার হুমকি দেয়াসহ নানান অভিযোগ এনে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন কধনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হাফেজ মজিবর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নৌকা প্রতিকের প্রার্থী রোমান বাদশার ছোট ভাই রেজভী আলম ও ওবায়দুর এর মদদে তাদের সমর্থকেরা আমার সমর্থকদের নির্বাচন কার্যক্রম থেকে বিরত থাকতে বাধা প্রদান করছে এবং আমার নির্বাচন প্রচারনা করলে মার ধর ,মামলা ও গুম করা এবং জেলে ভরে দেয়া হবে বলে ভয় ভীতি,হুমকি প্রদর্শন করছে। তারা সরকারি দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মামলায় ফাসিয়ে দিয়ে হয়রানী করবে এবং নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখবে ও ভোট কেন্দ্র থেকে ভোট বাক্স তুলে নিয়ে যাবে বলে প্রচারণা চালাচ্ছে। এরই মধ্যে তারা আমার নির্বাচন অফিস ভাংচুর করেছে এবং কর্মীদের লাঞ্জিত করেছে। এ বিষয়ে আমি ঠাকরগাঁও পুলিশ সুপার ও নির্বাচন অফিসারকে লিখিত অভিযোগ জানিয়েছি।
এব্যাপারে নৌকার প্রার্থী রোমান বাদশা বলেন, ‘তিনি বা তার পরিবারের কেউ আথবা তার সমর্থক কাউকে কখনও হুমকি দেননি। কেউ এধরনের কোন প্রমাণ দিতে পারবে না। যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট । তাদের জনপ্রিয়তা কমেগেছে তাই এই ধরনের কার্যক্রম চালাচ্ছে ।