ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব ॥
ঠাকুরগাঁওয়ে স্কুলগামী শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ৩ হাজার শিশুর মাঝে বিনামূল্যে ২১ হাজার খাতা, ১৫ হাজার কলম, ৩ হাজার প্যাকেট মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।