ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব ॥
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ কাুন্সিল সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক শিবু প্রসাদ দেবনাথ, নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভ’ঁইয়া, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন। এসময় বিগত তিন বছরের আয় ব্যয়ের হিসাব নিয়ে কথা বলেন সাবেক কোষাধ্যক্ষ আব্দুল বাকী।
ত্রৈ-বার্ষিক এ কাউন্সিলে জেলা প্রশাসককে সভাপতি করে সহ-সভাপতি পদে ৫ জন, কমিশনার পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সম্পাদক পদে ১ জন ও যুগ্ন-সম্পাদক পদে ১ জনের নাম ঘোষণা করা হয়। ৪৮ জন ভোটারের মাধ্যমে কমিটির সব গুলি পদেই সিলেকশনের মাধ্যমে নাম ঘোষণা করা হলেও যুগ্ম-সম্পাদক পদে ভোটা ভোটির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।