মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে বিজয় বরণ ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে গত শুক্রবার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ নূর হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি একেএম শামীম ফেরদৌস টগর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধরী প্রমুখ। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মেও কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষে সংগঠনটি বিগত বিজয় ও সাংস্কৃতিক মেলায় ৫০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় উৎসব পালন কওে আসছে।