মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হামিদ (৫০)নামে এক পথথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে । এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহণ নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়ীটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।