মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার রাতে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর শহরের রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জেএসডির সভাপতি সাংবাদিক মনসুর আলী, সাধারণ সম্পাদক শুভ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শাহ আলম, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও জাতীয় নানা সমস্যা নিয়ে কথা বলেন এবং জাতীয় সরকার গঠন করার জন্য জোর দাবি জানান।