মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে। এব্যাপােের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর জামুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটলে গতকাল বুধবার দুপুরে ওই শিশুর বাবা সুজন চন্দ্র সেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে সদর থানা পুলিশ এ বিষয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রজু করেন।
রজু কৃত মামলার বিবরনীতে জানাযায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর জামুরীপাড়া এলাকার দোকান কর্মচারী সুজন চন্দ্র সেনের দুই মেয়ে। গত মঙ্গলবার সকালে সে প্রতিদিনের ন্যায় দোকানের মালামাল বিক্রির উদ্দেশ্যে বের হলে তার দুই মেয়ে বাড়ির পাশের বিমল সেনের বাড়িতে খেলতে যায়। দুপুর ১ টার দিকে বিমল সেনের ছেলে জীবন সেন (১৩) সুজনের ছোট মেয়ে ( ০৪) কে ফুসলিয়ে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকার ও কান্নাকাটি করলে জীবন পালিয়ে যায়। শিশুটি তার শারিরীক ব্যাথার কথা তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয় এবং বিকেলে সুজন বাসায় ফিরলে সেও জানতে পারে। এ ব্যাপারে ওনদিন রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আলোচনা করে গতকাল দুপুরে এ মামলাটি দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য ( ওসি) তানভীরুল ইসলাম জানান, আমরা অভিযুক্ত সেন (১৩) কে আটক করেছি। তাকে শিশু আদালতে হাজির কারার প্রক্রিয়া চলছে।