কুড়িগ্রাম প্রতিনিধি:
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দাপাড়া নদীর ওপর সেতু। একটি ঝুকিপূর্ণ সাঁকো দিয়ে পাড়াপাড় হচ্ছেন ৩০ হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে প্রতিনিয়ত
এতে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন।সাঁকোটির পশ্চিমে রয়েছে ধরলা এবং পূর্বে রয়েছে কান্দাপাড়া নদী। ওই চরে রয়েছে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , ঝাউকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় এক হাজার শিক্ষার্থী ওই বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের ঝুকিপূর্ণ ওই সেতু পাড়াপাড় হয়ে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা করে থাকে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ে শিক্ষার্থীরা, এছাড়াও স্থানীয় কৃষকদের ফসল আনা নেওয়া করতে বিপাকে পড়তে হয় কৃষকদের।
স্থানীয়রা আবেদ আলী মফিজুল ইসলাম ও আনোয়ার জানান,জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি এখনও। অথচ নির্বাচন আসলে কদরবারে ওই এলাকার জনগণের। এছাড়া চর অঞ্চলের রোগীরা অসুস্থ হলে যাতায়াতের খুব সমস্যায় পড়তে হয়, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে কষ্ট হয় অনেক সময় দুর্ঘটনা সিকার হয়, আমরা চাই এখানে একটি দ্রুত বীজ নির্মাণ করা হোক।
যাতায়াতকারী মোটরসাইকেল আরোহী, আলিমুদ্দিন ও সলিমুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেছি। অনেক সময় মোটরসাইকেল সহ পানিতে পড়ে যাই, তাই নতুন সরকারের কাছে দাবি দ্রুত এখানে একটি ব্রিজ দেয়ার।
ও স্কুল শিক্ষার্থীরা জানান, নরবরে সাঁকো দিয়ে যেতে আমাদের ভয় লাগে, অনেক সময় আমাদের অনেকেই পড়ে যায় নদীতে , আমরা চাই আমাদের কথা চিন্তা করে হলেও এখানে একটি ব্রিজ দেয়া হোক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে অনেক লোক যাতায়াত করেন, প্রায় সময় দুর্ঘটনার স্বীকার, তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি দ্রুত ব্রিজ নির্মাণের।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ জানান,কান্দাপাড়া নদীর উপর ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হলেই কাজ শুরু হবে।
সেতুটি নির্মাণ করা হলে পাল্টে যাবে চরাঞ্চলে দৃশ্যপট। প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির।