ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে ঈদের নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশষে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মারুফা বেগম,ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জল।উপহার সামগ্রীর মধ্যে রয়েছে,নতুন কাপড়, সেমাই,চিনি,দুধ,পোলাউ চাল।উপহার পেয়ে হাসি ফুটেছে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মুখে। এ উপলক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্ব করেন।প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী শিশুকে নতুন কাপড় ও ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়।