গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭৩টি জেলে পরিবারের প্রধানের মাঝে ফেব্রুয়ারি মাসের ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে উপস্থিত থেকে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য জসীম উদ্দীন, হাবিবুর রহমান, স্বপন কুমার হালদার, সোলায়মান মৃধা, আশরাফ সেরনিয়াবাত, নাজমা খানম প্রমুখ।