নিজেস্ব প্রতিবেদকঃ-
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কান্দারচরে রবিবার ৩ অক্টোবর দুপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মারা গেছেন। নিহতরা হলেন সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)। স্বজনরা জানা, তারা কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে দাদা সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া মারা যান। অপরজন মোশারফ মিয়া আহত হন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিক মিয়া গণমাধ্যমকে জানান, বজ্রপাতে আহত মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মোশারফ মারা যায়।