জামালপুর প্রতিনিধি।।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৫০ পিস ইয়াবা টেবলেটসহ মো. শফিকুল ইসলাম শান্ত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ দুপুর ২.৩০টার দিকে জামালপুরের র্যাব-১৪ (সিপিসি ১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার পাঠানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পাঠানপাড়া গ্রামের মো. আবু শামার ছেলে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।