মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশীদ খান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য কালে তিনি বর্তমান সরকারের রুপকল্প-২০৪১ বাস্তবায়নে এলজিইডি’র কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে কাজ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র মানব সম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী হাদিউল আজিজ, পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মো: মহসিন, সহকারী প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার। এছাড়াও সভায় বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন