ভোলা প্রতিনিধি।
বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য সংগঠন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা -২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) ঢাকা সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলমগীর জুয়েলের সভাপতিত্বে জাহানারা রেখা ও এম এল মাহমুদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের র মাধ্যমে বিকাল ৩ টায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শ্রম ট্রাইব্যুনালের বিচারপতি এম. ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাকৃতজ শামীম রুমি টিটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ইলিয়াস, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি মোসলেহ উদ্দিন ও গুল আফরোজ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ আমির হোসেন, রফিকুল ইসলাম সাবুল, কামরুজ্জামান লিটু, জহিরুল হক বিদ্যুৎ, ড. আলহাজ্ব শরীফ সাকী, কবি জাহিদ মাহমুদ, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রানের মেলা জাতীয় কবি পরিষদের এডমিন প্যানেলের নির্বাহী সভাপতি পাপিয়া অাক্তার মিফা, সিনিয়র সহ- সভাপতি নিজাম উদ্দিন নবাব,
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয় আগত কবি-সাহিত্যিকদের আকর্ষণের সৃষ্টি করে। সব শেষে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়।
মিডিয়া পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ থেকে। এছাড়া জিটিভি ও বাংলাভিশন ও দৈনিক দেশ জগত সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয় করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি ও সাহিত্যিক মোঃ বেল্লাল হাওলাদার। আমন্ত্রিত সকল কবি-সাহিত্যিকরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।