জয়পুরহাট প্রতিনিধি।।
জয়পুরহাটের ক্ষেতলালে জুয়া খেলার অপরাধে ছয় জুয়ারিকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
২৫ মার্চ (সোমরার) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার শশীগ্রাম এলাকায় খায়রুল ইসলামের চাতাল থেকে ছয় জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার বেলগাড়ী গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪২), শাহাদৎ ফকিরের ছেলে শাবলু ফকির (৩২), একই গ্রামের মৃত রইচ উদ্দিন ফকিরের ছেলে রেজাউল ফকির (৪৫), শশীগ্রামের মোজাফফর হোসেন মন্ডলের ছেলে মাহফুজার রহমান (৪০), আব্দুল খালেক এর ছেলে চাতাল মালিক খায়রুল ইসলাম (৪৩), নশিরপুর মির্জাপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪২)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার বাংলাদেশ সময়’কে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।